১১০০ কেজি চোরাই চিনি জব্দ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৯, ৫ মে ২০২৪
১১০০ কেজি চোরাই চিনি জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত নৌকা থেকে ২২ বস্তা অপরিশোধিত চিনি জব্দ করেছে নৌ-পুলিশ। এ সময় নৌকা থেকে পালিয়ে যায় চারজন। তাদের বিষয়ে এখনো বিস্তারিত জানা না গেলেও পুলিশের ধারণা—বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ থেকে আমদানি করা এসব চিনি চুরি করা হয়েছিল।

শনিবার (৪ মে) রাতে কর্ণফুলী নদীর শিকলবাহা খালের মুখে তাতিয়া পুকুর পাড় এলাকায় এ অভিযান চালানো হয়। 

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, চোরাই চিনিবোঝাই একটি নৌকা শিকলবাহা খালের মুখে অবস্থান করছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ওই নৌকা থেকে ২২টি ৫০ কেজির বস্তায় থাকা মোট ১১০০ কেজি অপরিশোধিত চিনি জব্দ করা হয়েছে। এর আনুমানিক দাম হিসাব করা হয়েছে এক লাখ ৪৩ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, ‘আমাদের ধারণা, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত জাহাজ থেকে আমদানি করা অপরিশোধিত চিনিগুলো চুরি করে নৌকায় নেওয়া হয়েছিল। সেগুলো চাক্তাই কিংবা সুবিধাজনক স্থানে খালাস করে বাজারে সরবরাহের পরিকল্পনা ছিল তাদের।’

তিনি বলেন, ‘তল্লাশি চলাকালে চারজন নৌকা থেকে পালিয়ে গেছে। আমরা তাদের সনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়