আনোয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাংকসহ ১০ দোকান পুড়ে ছাই
সিভয়েস ডেস্ক

ছবি: সংগৃহীত
আনোয়ারাতে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বেসরকারি ব্যাংকসহ মোট ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৪ স্টেশনের ৫ ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের আমিন মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের আনোয়ারা, সিইউএফএলসহ ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।