Cvoice24.com

কোতোয়ালীতে ৪ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ৩ আগস্ট ২০২৩
কোতোয়ালীতে ৪ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

চট্টগ্রামের নগরের কোতোয়ালীর আরবিয়া তাজবীদুল কুরআন মুহিউসসুন্নাহ মাদ্রাসা থেকে চার দিন ধরে নিখোঁজ রয়েছে মো. ইমরান হাসান রাব্বি (১৬) নামে এক ছাত্র। এতে করে আতঙ্কে রয়েছে তার পরিবারের সদস্যরা।

রাব্বি বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছৈয়দ বাহার উল্লাহ পাড়া দেওয়ান সিদ্দিকীর বাড়ি মৃত খোরশেদ আলমের পুত্র।  

এ ঘটনায় বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন নিখোঁজ রাব্বির মা হাসিনা আক্তার। 

হাসিনা আক্তার জানান, গত ৩১ জুলাই বিকেলে মাদ্রাসা থেকে নাস্তা করার জন্য বের হয়ে আর মাদ্রাসায় ফিরে যায়নি রাব্বি। পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা আমাদের খবর দেন। এরপর থেকেই আমরা তার বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিই। কিন্তু কোন সন্ধান পাইনি। 

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির বলেন, দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়