বোয়ালখালীতে মিললো আইনজীবীর ঝুলন্ত মরদেহ
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে অসীম ঘোষ নামের এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ড এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আইনজীবী অসীন ঘোষ ওই এলাকার মৃত গৌরাঙ্গ ঘোষের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।
স্থানীয়রা জানান, অসীমের বাবা-মা কেউ বেঁচে নেই। তারা দুই ভাই ও এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে। ছোট ভাইয়ের মানসিক সমস্যা থাকায় তিনি বেশিরভাগ বাইরে ঘুরে বেড়ান। সম্প্রতি অসীমের বিয়ের কথাবার্তা চলছিল। বৃহস্পতিবার তিনি চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। শনিবার বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অসীমের মরদেহ উদ্ধার করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।