প্রাইভেটকারে ইয়াবা নেয়ার পথে চন্দনাইশে লোহাগাড়ার যুবক গ্রেপ্তার
চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে ইয়াবা নেওয়ার পথে মো. তারেক হোসেন (৩৫) নামে লোহাগাড়ার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার সময় েগাছবাড়ীয়া কলেজ গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তারেক লোহাগাড়ার সমদ আলী মুন্সির বাড়ি এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ১০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।