চন্দনাইশে পানিতে পড়ে প্রাণ গেল দেড় বছরের শিশুর
চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাথ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই শিশুর নাম প্রণব নাথ। সে ওই এলাকার রাজমিস্ত্রী রুবেল নাথের ছেলে।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ বলেন, সোয়া ৩টার দিকে পানিতে পড়ে যাওয়া শিশু প্রণব নাথকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।