Cvoice24.com

লোহাগাড়ার আধুনগরে আগুনে পুড়লো ৫ দোকান

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৩
লোহাগাড়ার আধুনগরে আগুনে পুড়লো ৫ দোকান

লোহাগাড়ার আধুনগরে ভাই ভাই মার্কেটে আগুন নেভাতে কাজ করছেন লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান। তবে ফায়ার সার্ভিসের দক্ষতায় রক্ষা পেয়েছে আরও ২০টি দোকান। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার (৯ সেপ্টম্বর) ভোর সাড়ে ৫টায় লোহাগাড়া আধুনগর খাঁনহাট বাস স্টেশনে ভাইভাই মাার্কেটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকনিরা হলেন- সিফাত ইলেক্ট্রিক এন্ড স্টোরের মালিক মো. লোকমান, এস.এন ইলেকট্রনিক্সের মালিক নুরুল ইসলাম, বাবুর সেলুনের মালিক নয়ন শীল, হাশেম ফার্মেসীর মালিক ডা. এম.এ হাশেম, দেরাছ স্টোরের মালিক মো. মহরম।

প্রত্যক্ষদর্শী আধুনগর ইসলামিয়া কামির মাদ্রাসার অধ্যক্ষ আবু মুছা মুহাম্মদ খালিদ জমিল বলেন, ফজরের নামাজ পড়ে বাড়ি যাবার সময় ভাই ভাই মার্কেটের মাঝখানে আগুনের ধোয় দেখলে আশপাশের লোকজনদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করি। এর মধ্যে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা দ্রুত এসে আগুন নেভানোর কাজে নেমে পড়ে। এরমধ্যেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে। ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেলেও ২০টি দোকান আগুনের হাত থেকে বাচানো গেছে। 

ক্ষতিগ্রস্থ নুরুল ইসলাম বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। সকালে খবর পেয়ে এসে দেখি দোকানে সব ইলেক্ট্রনিক্স মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এক যুগ আগেও অগ্নিকাণ্ডের ঘটনায় সব হারিয়ে ছিলাম। ক্ষত শুকানোর আগেই আবারো বড় ধরনের ক্ষতি হয়েছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. জাহাঙ্গীর আলম বলেন, আধুনগর স্টেশনে ভাইভাই মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে পাশের ২০ দোকানকে রক্ষা করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়