Cvoice24.com

লোহাগাড়ায় পানিতে ডুবে মারা গেল শিশু আরাফ

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৬, ১৮ অক্টোবর ২০২৩
লোহাগাড়ায় পানিতে ডুবে মারা গেল শিশু আরাফ

লোহাগাড়ায় পানিতে ডুবে মারা যাওয়া শিশু আরাফ।

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে মো. আদনান নূর আরাফ নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন গোল মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। 

শিশু আরাফ ওই এলাকার নুরুল আবসারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির বলেন, ওই শিশুর মা বাড়িতে কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে খেলার জন্য বেরিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়িতে তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় আরাফকে দেখতে পায় স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা সদরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়