Cvoice24.com

২৯ বছর পালিয়ে ছিলেন রাউজানের ছাত্রলীগ নেতা ইকবাল হত্যার আসামি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২৩
২৯ বছর পালিয়ে ছিলেন রাউজানের ছাত্রলীগ নেতা ইকবাল হত্যার আসামি

রাউজানের ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন খোকন হত্যা মামলার আসামি আবু বক্করকে গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডের পর ২৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

রবিবার রাউজান থানাধীন গরীবউল্লাহ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৪ সেপ্টেম্বর) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি জানান।

গ্রেপ্তার আবু বক্কর গরীব উল্লাহ পাড়ার মাহবুব আলমের ছেলে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বলেন, ১৯৯৪ সালে রাউজানে ইকবাল নামের এক ব্যক্তিকে হত্যা করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় আবু বক্করসহ তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা মামলা হয়। মামলার পর থেকে আবু বক্কর গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

গ্রেপ্তার ব্যক্তিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়