Cvoice24.com

অবৈধ দখলে থাকা সরকারি ‘কানুপুকুর’ উদ্ধার সাতকানিয়ায়

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪, ১০ ডিসেম্বর ২০২৩
অবৈধ দখলে থাকা সরকারি ‘কানুপুকুর’ উদ্ধার সাতকানিয়ায়

চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারি কানুপুকুর অবৈধ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। 

রবিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী পুকুর পাড়ে সাইনবোর্ড টাঙিয়ে পুকুরটি দখলে নেন। উপজেলা ও পৌরসদরের প্রাণকেন্দ্রে সরকারি খাসভুক্ত ৬৪ শতকের এই পুকুরের মূল্য প্রায় ৯ কোটি টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাস পুকুরটি  স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জবর দখল রেখেছিল। দখলদাররা এ সম্পত্তি তাদের দাবি করে আদালতে ভিত্তিহীন একটি মামলা ঠুকে দিয়ে আইনের ফাঁক ফোঁকরে পুকুরটি দখল করে ভোগ করছিল।

সাতকানিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, সরকারি কানু পুকুরটি প্রভাবশালী একটি গোষ্ঠী দীর্ঘকাল ধরে অবৈধভাবে দখল করে রাখে। তারা সরকারি মূল্যবান সম্পত্তি দখলে রাখতে আদালতে মিথ্যা মামলা করেছিল। আদালত মামলাটি আইনি প্রক্রিয়া শেষে সরকারের পক্ষে আদেশ দিয়েছেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার অভিযান চালিয়ে খতিয়ানভুক্ত খাস পুকুরটি উদ্ধার করা হয়। সেখানে সাইনবোর্ড স্থাপন করে সরকারি কানু পুকুরের দখলে নেয়া হয়েছে।

সর্বশেষ