Cvoice24.com

জিনিসপত্রের দাম কমছে : অর্থমন্ত্রী
সাশ্রয়ী হতে বললেন ওয়াসিকা

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ৩ মার্চ ২০২৪
সাশ্রয়ী হতে বললেন ওয়াসিকা

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, সামনে এ দাম আরও কমবে।’ রোববার (০৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।
আর দায়িত্ব নেয়ার পর প্রথম দিন অফিসে এসে নিজ দফতরে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, ‘করোনার সময় থেকে এবং পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বের অর্থনীতিই চাপে রয়েছে। এতে দেশের অর্থনৈতিক অবস্থাও কিছুটা চ্যালেঞ্জের মুখে ও নাজুক অবস্থায় আছে।’
 
তবে এ অবস্থা উত্তরণে দুর্নীতি মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই হবে মূল লক্ষ্য বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদেরকে অনেক ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে।’
তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ভালোর দিকে। দেশের মানুষ ভালো আছে। দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে।’
 
মন্ত্রী আরও বলেন, ‘নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।’

বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে জানিয়ে আবুল হাসান মাহমুদ বলেন, ‘সামনে এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে।’
 

সর্বশেষ

পাঠকপ্রিয়