Cvoice24.com

লেবুর বাড়তি দাম, নেই রস-গন্ধও

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭, ২০ মে ২০২৪
লেবুর বাড়তি দাম, নেই রস-গন্ধও

নগরের রিয়াজউদ্দিন বাজারের চৈতন্যগলি এলাকায় আড়তের সামনে থেকে বেছে বেছে ঝুঁড়ি ভরা লেবু কিনছিলেন সদরঘাট এলাকার মোহাম্মদ জামিল উদ্দিন। লেবু কিনতে কিনতে তিনি বলছিলেন, ‘গরম যত দিন থাকবে, লেবুর দাম কমবে না। কিন্তু দাম দিয়ে লেবু কিনলেও দেখা যাচ্ছে তাতে বেশি রস নেই।’

তাঁর কথায় সুর মেলালেন আড়তদার মো. রফিকও। জানালেন, রসালো লেবুর অভাবের কথা। তিনি বলেন, চট্টগ্রামের চন্দনাইশ, রাঙ্গুনিয়া, পটিয়া, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলা থেকে লেবুর সরবরাহ আসে। চন্দনাইশের পাহাড়ি লেবুর কদর বেড়েছে অন্যান্য জেলাতেও। যার কারণে বাড়তি দামের জন্য বাগানিরা খুব স্বল্প সময়ে লেবু বাজারে ছাড়ছেন।

আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বস্তাপ্রতি ২০০ টাকা বেড়ে গেছে।

আড়তদারদের তথ্যমতে, পাইকারিতে ৬০ কেজির বস্তায় দেশি লেবু বিক্রি হচ্ছে ১৩০০ টাকা, হাইব্রিড ১২২৫ টাকা, এলাচি ১৬০০ টাকা, কাগজি ১৪০০ টাকা। যা খুচরা পর্যায়ে আকারভেদে ৩০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে ছোট আকারের লেবু ডজন প্রতি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আর মাঝারি আকারের লেবু ৬০ টাকা এবং বড় আকারের লেবু ৭০ থেকে ৮০ টাকা ডজনপ্রতি।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়