Cvoice24.com

বৃষ্টিতে ফ্লাইওভার হকারদের জন্য ‘সাপে বর’

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ২৭ মে ২০২৪
বৃষ্টিতে ফ্লাইওভার হকারদের জন্য ‘সাপে বর’

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার রাত থেকে বৃষ্টি ঝরছে চট্টগ্রামে। নগরের অলি-গলি থেকে প্রধান সড়ক— সবখানে পানি। কোথাও কোমরসম কোথাও হাঁটুপানি। পেটের ক্ষুধা কি আর ‘জলজট’ মানে! তাই তো ঝড়-বাদল উপেক্ষা করে বেরিয়ে যেতে হয়েছে জীবিকার তাগিদে। ঝড়ঝাপটায় বেরুনো হকারদের জন্য ‘সাপে বর’ হয়েছে নগরের ফ্লাইওভারগুলো। ফ্লাইওভারের নিচে আশ্রয় নিয়ে বেচাকেনা করতে দেখা গেছে হকারদের। আম, লিচু, ঝালমুড়ি, চাসহ নানান কিছু ছিল সেখানে।

নগরের জিইসি মোড়ে দুপুর ১২টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে লিচু বিক্রি করছিলেন আব্দুর রউফ। জানতে চাইলে তিনি বলেন, ‘বৃষ্টি হলেই আমরা এখানে বসে বেচাকেনা করি। অন্যান্য সময়ে গৃহায়ণ ও গণপূর্ত অফিসের সামনে কিংবা এবি ব্যাংকের সামনে বসি।’

ঝালমুড়ি বিক্রেতা নাছির উদ্দিন সিভয়েস ২৪-কে বলেন, ‘সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে ১ হাজার টাকার ঝালমুড়ি বিক্রি করেছি। বৃষ্টিতে আটকা মানুষগুলো আর কোথায় যাবে। ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে চা, ঝালমুড়ি, সিগারেট খাচ্ছে।’

ব্যাংকে আজ কাজের তেমন চাপ নেই। তাই ফ্লাইওভারের নিচে এক ফাঁকে চা পান করতে এসেছেন ব্যাংক কর্মকর্তা প্রবীর মিত্র। বললেন, ‘আমার বাসা চকবাজার বাদুরতলা এলাকায়। নিজ চোখে দেখেছি আজকের সকালটা বৃষ্টিতে কতখানি বিপর্যস্ত ছিল! ব্যাগে অফিসের ড্রেস নিয়ে থ্রিকোয়ার্টার প্যান্ট পরে কোমড়সমান পানি মাড়িয়ে অফিসে আসতে হয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়