টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করলে ব্যবস্থা

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ১৬ এপ্রিল ২০২৪
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করলে ব্যবস্থা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিক্ষার্থীদের নিকট থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করা ও পরীক্ষার কারণ দেখিয়ে অ্যাডমিট কার্ড দেওয়া থেকে বঞ্চিত করাসহ শিক্ষার্থীদের নিকট থেকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। 

এতে আরও বলা হয়েছে, টেস্ট পরীক্ষার নামে কোন শিক্ষার্থীর কাছে থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না এবং পরীক্ষার কারণ দেখিয়ে অ্যাডমিট কার্ড দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না। এই নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সর্বশেষ

পাঠকপ্রিয়