Cvoice24.com

হজযাত্রায় কী ওষুধ নেবেন...

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯, ৪ মে ২০২৪
হজযাত্রায় কী ওষুধ নেবেন...

প্রতিবছর এই সময়ে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। তা হচ্ছে,  ‘এবার হজে যাচ্ছি— কী ওষুধ সাথে নিবো?’ হজযাত্রীদের জন্য
হজকালীন ফার্স্ট এইড নিয়ে বিস্তারিত জানাচ্ছেন : ডা. আবু সায়েম মো. ওমর ফারুক

যারা এবার হজে যাবেন তারা তাদের নিয়মিত ওষুধের পাশাপাশি নিম্নেবর্ণিত ওষুধগুলো সাথে রাখবেন। কেননা হজে গিয়ে ডাক্তার দেখানো বা ওষুধ কেনার ক্ষেত্রে বড় বিড়ম্বনার শিকার হতে হয়। তবে যেকোনো রোগের লক্ষণে আপনার কাফেলার যিনি ডাক্তার থাকবেন তার পরামর্শ অবশ্যই নিবেন। 

  • প্যারাসিটামল ( Napa/ Ace 500 mg) - কমপক্ষে ২০ ট্যাবলেট সাথে নিবেন - জ্বর/মাথা ব্যথা/মাংসপেশী-গীরা ব্যথায় ১-২ ট্যাবলেট দিনে ৩-৪ বার ।
  • ফেক্সফেনাডিন ( Fexo/Fenadin 120 mg) -কমপক্ষে ২০ ট্যাবলেট সাথে নিবেন - সর্দি/ শুকনা কাশি/ গলা খুসখুস / হঠাৎ অ্যালার্জি জনিত গা চুলকানি- ১ ট্যাবলেট রাতে ১ বার ।
  • এজিথ্রোমাইসিন ( Zimax 500 mg)- কমপক্ষে ৩টি ট্যাবলেট সাথে নিবেন- ভারী কাশি/গলা ব্যথায় ১ ট্যাবলেট রাতে ১ বার করে ৩ দিন সেবন করবেন।
  • সিপ্রোফ্লক্সাসিন (Neofloxin 500 mg) - কমপক্ষে ১০ টি ট্যাবলেট সাথে নিবেন-পেটে কামড় দিয়ে পাতলা পায়খানা হলে সাথে জ্বর থাকলে ১ ট্যাবলেট দিনে ২ বার করে ৫ দিন সেবন করবেন।
  • মেট্রোনিডাজল ( Filmet ৪০০ mg) কমপক্ষে ১৫ টি ট্যাবলেট সাথে নিবেন - পেটে মোচড় দিয়ে নরম পায়খানা হলে সাথে মলে দুর্গন্ধ থাকলে ১ ট্যাবলেট দিনে ৩ বার করে ৫ দিন সেবন করবেন।
  • লোপেরামাইড ( Imotil ২ mg) কমপক্ষে ১০ টি ক্যাপসুল সাথে নিবেন। বদ হজম হয়ে বারে বারে পাতলা পায়খানা হলে ১-২ ক্যাপসুল প্রতিবার মল ত্যাগের পর পায়খানা না থামা পর্যন্ত।
  • ডমপেরিডন ( Omidon ১০ mg) কমপক্ষে ২০ টি ট্যাবলেট সাথে নিবেন - পেট ফেঁপে বমির ভাব হলে / বুকে জ্বালা/ হিচকি বা ঢেকুর হলে ১-২ ট্যাবলেট খাবার আগে করে দিনে ৩ বার ।
  • ইসোমিপ্রাজল ( Exium/ Sergel/ Maxpro ২০ mg)। এটি আপনাদের প্রয়োজনমতো নিবেন ও সেবন করবেন। 
  • ORS - নিয়ম অনুযায়ী মিশ্রণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী সেবন করবেন ।
  • Viodin ক্রিম - কাটা ছিড়ায় দিনে ৩-৪ বার করে। 
  •  One time bandage ও রোল ব্যান্ডেজ।
     

সর্বশেষ

পাঠকপ্রিয়

: