মেহেদিবাগে শান ডেন্টাল ক্লিনিকদাঁতের সব চিকিৎসাসেবা এক ছাদে!
শান ডেন্টাল ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. তাসরিন আলম সোমা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চিকিৎসক পরিবারের সন্তান তিনি। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে মাধ্যমিক শেষ করে চলে যান ঢাকায়। পরে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা ডেন্টাল কলেজ থেকে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেন।