Cvoice24.com

মেহেদিবাগে শান ডেন্টাল ক্লিনিক
দাঁতের সব চিকিৎসাসেবা এক ছাদে!

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৮, ১১ জানুয়ারি ২০২৫
দাঁতের সব চিকিৎসাসেবা এক ছাদে!

দাঁতে ক্যাপ লাগানো ও ইমপ্লান্টের মতো অত্যাধুনিক চিকিৎসা এখনো দেশের সরকারি সব মেডিক্যাল কলেজে হাসপাতালে চালু হয়নি। আবার রুটিন চেকআপ, জরুরি দাঁতের যত্ন বা বিশেষ চিকিৎসার প্রয়োজনে সঠিক ডেন্টিস্ট খুঁজে পাওয়াও অনেক ক্ষেত্রে দুঃসাধ্য। এসব মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে মানসম্মত দাঁতের সকল ধরনের চিকিৎসা এক ছাদের নিচে দিতে নগরের মেহেদীবাগে (ম্যাক্স হাসপাতালের উত্তর পাশে) চালু হয়েছে ‘শান ডেন্টাল’ নামে একটি ক্লিনিক। ১ জানুয়ারি চালু হলেও শুক্রবার (১০ জানুয়ারি) ছিল ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন। 

শান ডেন্টাল ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. তাসরিন আলম সোমা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চিকিৎসক পরিবারের সন্তান তিনি। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে মাধ্যমিক শেষ করে চলে যান ঢাকায়। পরে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা ডেন্টাল কলেজ থেকে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেন। বিডিএসের পর তিনি কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকসে পিজিটি করেছেন। ২০১১ সাল থেকে নগরের স্বনামধন্য বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। ১৩ বছর পর প্রথমবারের মতো প্রাইভেট চেম্বার দিয়েছেন তিনি।

এ বিষয়ে ডা. তাসরিন আলম সোমা বলেন, ‘ডেন্টাল চিকিৎসায় দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতা আমার। দাঁতের চিকিৎসা করতে করতে ডাক্তারের দক্ষতা বাড়ে, এটি কেবল জ্ঞান ব্যবহারের বিষয় নয়। এই দক্ষতা তৈরি হতে সময় লাগে। আর আমাদের এটা হচ্ছে ওয়ান স্টপ ডেন্টাল সার্ভিস। এখানে রোগীরা দাঁতের সব ধরনের চিকিৎসা পাবেন। অর্থাৎ রোগীদের চিকিৎসা নিতে এসে ফেরত যেতে হবে না। আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে এক ছাদের নিচে দাঁতের সকল সেবা পাবেন তারা।’ 

তিনি আরও বলেন, ‘দেখা যায় অনেকসময় রোগীরা রুট ক্যানেল করতে একজনের কাছে যান আবার ব্রিজ কিংবা এসথেটিক ট্রিটমেন্ট করার জন্য আরেক জায়গায় যান। মূলত সার্জিক্যাল ইন্ট্রাকশন থেকে শুরু করে সব ধরনের সেবা আমাদের শান ডেন্টাল ক্লিনিকেই পাবেন। তাছাড়া মানুষের মুখে যত ধরনের রোগ রয়েছে তার জন্য এ হাসপাতালে সব ধরনের অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন।’ 

উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর একটা, আবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শান ডেন্টাল ক্লিনিক সচল থাকবে। এমনকি জরুরি প্রয়োজনে ডাক্তারের সহযোগিতা পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: