ডেঙ্গু শক সিনড্রোমে শিশুর মৃত্যু
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ডেঙ্গু শক সিনড্রোম। এনিয়ে চলতি বছরে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি ডিসেম্বরে এ নিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে মারা যাওয়া ওই শিশুর নাম টুম্পা। তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার বাসিন্দা।
১ ডিসেম্বর ডেঙ্গু জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন টুম্পা। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে মারা যান তিনি।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের তথ্য অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে আরও ২২ জন, এরমধ্যে সরকারি হাসপাতালে ২১ জন আর বেসরকারি হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।
এদিকে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৭১ জন। এর মধ্যে মারা গেছেন মোট ৪৩ জন। তারমধ্যে ১৫ জন পুরুষ, ২৩ জন নারী এবং শিশু ৫ জন। এরমধ্যে শুধুমাত্র নভেম্বরেই মারা গেছেন ১৬ জন।
এছাড়া চট্টগ্রামে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।
এছাড়াও চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে পাঁচ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।