Cvoice24.com

করোনার বিধিনিষেধ শিথিল করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ৭ ডিসেম্বর ২০২২
করোনার বিধিনিষেধ শিথিল করল চীন

ছবি-সংগৃহীত

চীনে করোনাভাইরাসের বিধিনিষেধ শিথিল করা হয়েছে। রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরে সোমবার (৫ ডিসেম্বর) ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ফলে করোনা পরীক্ষার নিয়মেও শিথিলতা এনেছে দেশটি।

বেইজিংয়ের ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) দিক নির্দেশনায় বলা হয়েছে, উপসর্গহীন কিংবা হালকা উপসর্গ নিয়ে আক্রান্ত ব্যক্তি বাড়িতেই আইসোলেশানে থাকতে পারবে। এছাড়া ঘন ঘন পরীক্ষা সংক্রান্ত বাধ্য বাধকতাও আরো কমিয়ে আনা হবে।

চীনে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষ শুন্য কোভিড নীতি ঘোষণা করে। এর আওতায় করোনার গণপরীক্ষাসহ নানা ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে সম্প্রতি দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ প্রেক্ষিতে সরকার করোনা নীতি শিথিল করা শুরু করে।

বেইজিংয়ে প্রচুর দোকানপাট পুনরায় খুলেছে। গণপরিবহন ব্যবহারে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার নেগেটিভ কার্ড দেখানোর বাধ্য বাধকতাও তুলে দেয়া হয়েছে।

উহান শহরেও রবিবার গণপরিবহনের জন্যে করোনা পরীক্ষার নিয়ম বাতিল করা হয়। এই শহরেই ২০১৯ সালে প্রথম করোনা শনাক্ত হয়। শুন্য কোভিড নীতি থেকে চীনের সরে আসাকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লকডাউন অবসান ও বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতার দাবিতে হাজার হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভ করার প্রেক্ষিতে চীনা কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। 

উল্লেখ্য, চীনে করোনা সংক্রমণে নেয়া কঠোর বিধি নিষেধের বিরুদ্ধে সম্প্রতি বেইজিংসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়। এ প্রেক্ষিতে কর্তৃপক্ষ করোনার বিধি নিষেধ শিথিলের উদ্যোগ নেয়া শুরু করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়