Cvoice24.com

স্বামী-স্ত্রীর ঝগড়ায় বিমানের জরুরি অবতরণ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ৩০ নভেম্বর ২০২৩
স্বামী-স্ত্রীর ঝগড়ায় বিমানের জরুরি অবতরণ

এক দম্পতির ঝগড়ার ঘটনায় ভারতের দিল্লিতে মিউনিখ থেকে ব্যাংককগামী একটি বিমানের জরুরি অবতরণ করতে হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টা ২৬ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে লুফথানসারের বিমানটি অবতরণ করে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্বামী ছিলেন জার্মানির আর স্ত্রী থাইল্যান্ডের। তাদের মধ্যে বিবাদ শুরু হয় আচমকা। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্বামীর আচরণে আতঙ্কিত হয়ে বিমানকর্মী ও পাইলটের সাহায্য চান নারী। দম্পতিকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন কর্মীরা। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, এটিসিকে জানাতে বাধ্য হন বিমানের পাইলট।

এই পরিস্থিতিতে প্রথমে পাকিস্তানের একটি বিমানবন্দরে নামাতে চেয়েছিলেন পাইলট। কিন্তু পাক বিমানবন্দর থেকে অনুমতি মেলেনি। পরে দিল্লিতে অবতরণের অনুমতি পান পাইলট। দিল্লিতে পৌঁছে ওই ব্যক্তিকে প্লেন থেকে নামিয়ে দিয়ে ফের উড়াল দেয় বিমানটি।

পরে দিল্লিতে নিরাপত্তারক্ষীদের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন ওই ব্যক্তি। এছাড়া তাকে জার্মানিতে পাঠিয়ে দেওয়া হবে কি-না, সে বিষয়ে জার্মান দূতাবাসের সঙ্গে আলোচনা হচ্ছে।
 

সর্বশেষ