Cvoice24.com

খারকিভে ৯ গ্রাম দখলের দাবি রাশিয়ার

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ১৪ মে ২০২৪
খারকিভে ৯ গ্রাম দখলের দাবি রাশিয়ার

রাশিয়া দাবি করেছে, তাদের সেনারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের উত্তর-পূর্বের সীমান্ত শহর ভভচানস্কতে প্রবেশ করেছে। ইউক্রেনীয় বাহিনী বলেছে, ওই শহরটিতে তুমুল লড়াই চলছে। এখন পর্যন্ত প্রায় ৯টি গ্রাম দখল করেছে রাশিয়া। 

সোমবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আকস্মিক খারকিভের সীমান্তে স্থল হামলা চালানোর পর রুশ হামলার তীব্রতা বেড়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারির পর শুক্রবারের হামলাটি ছিল একটি বড় স্থল হামলা। এখন পর্যন্ত প্রায় ৯টি গ্রাম দখল করেছে রুশ সৈনরা। 

প্রতিবেদনে আরও বলা হয়, সীমান্ত অঞ্চল থেকে হাজারো ইউক্রেনীয় খারকিভ শহরের দিকে পালিয়েছেন। খারকিভ শহর যদি রাশিয়ার কামানের গোলার আওতায় চলে আসে তাহলে কী ঘটবে, তা নিয়ে উদ্বিগ্ন ইউক্রেনীয় কমান্ডাররা। 

ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, সর্বশেষ হামলায় প্রায় পাঁচ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে রাশিয়া। কিয়েভ স্বীকার করেছে রুশ বাহিনী কৌশলগত সাফল্য পাচ্ছে। তবে এক বিবৃতিতে ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, এক দিনে রাশিয়া শতাধিক সেনা হারিয়েছে। রুশ বাহিনীর অগ্রগতি ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে তারা। 

খারকিভ থেকে ভভচানস্ক ৭৪ কিলোমিটার দূরে অবস্থিত। সীমান্ত শহরটিকে কয়েকদিন ধরে বোমাবর্ষণ করে আসছে রুশ সেনারা। কর্মকর্তারা বলছেন, গ্লাইড বোমা দিয়ে এলাকাটিতে হামলা চালাচ্ছে রাশিয়া। অঞ্চলটিতে ভভচানস্ক গুরুত্বপূর্ণ শহর হলেও এর নির্দিষ্ট সামরিক গুরুত্ব খুব বেশি নেই। তবে শহরটি রাশিয়া দখল করলে ইউক্রেনীয়দের মনোবল বড় ধাক্কা খাবে।

সর্বশেষ