কাভার্ডভ্যানের ধাক্কায় মেয়েকে হারিয়ে গাড়ির নিচে আত্মহত্যার চেষ্টা বাবার

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৭, ২৩ জুলাই ২০২২
কাভার্ডভ্যানের ধাক্কায় মেয়েকে হারিয়ে গাড়ির নিচে আত্মহত্যার চেষ্টা বাবার

মেয়েকে মোটরসাইকেলে চাপিয়ে কলেজ পৌঁছে দিতে বেরিয়েছিলেন মো. ফারুক। কিন্তু ফৌজদারহাট-বায়েজিদ সড়কের ৩ নম্বর ব্রিজের কাছে বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান মেয়ে ফাতেমা জাহান। তখন গাড়িটি সড়কের উপর তাকে পিষ্ট করে চলে যায়। বাবার সামনে মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেননা তিনি। বারবার চলন্ত গাড়ির নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

শনিবার বিকাল ৩টার দিকে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৩ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা জাহান চট্টগ্রাম শহরের এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তিনি সলিমপুর ইউনিয়নের কালুশাহ নগর ফৌজদার বাড়ির মো. ফারুকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ৩টার দিকে মোটর সাইকেল করে মেয়েকে কলেজে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা মো. ফারুক। ফৌজদারহাট-বায়েজিদ সড়কের ৩ নম্বর ব্রিজের কাছে গেলে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান মোটর সাইকেলকে ধাক্কা দিলে মেয়ে ফাতেমা জাহান ছিটকে নিচে পড়ে যান।

তখন গাড়িটি সড়কের উপর তাকে পিষ্ট করে চলে যায়। বাবার সামনে মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেননা তিনি। বারবার চলন্ত গাড়ির নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় উপস্থিত লোকজন তাকে শান্ত করার চেষ্টা করেন।

খবর পেয়ে ফৌজদারহাট পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে ফাড়িঁতে নিয়ে এসেছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক  পার্থ সারথী সাহা।

সর্বশেষ

পাঠকপ্রিয়