Cvoice24.com

চট্টগ্রাম, শুক্রবার ২৪ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে দু’পক্ষের মারামারি, আহত ১

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৩
চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে দু’পক্ষের মারামারি, আহত ১

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এসময় এক কর্মী আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে নগরের কাজীর দেউরিতে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। যদিও বিএনপির সমাবেশ শুরু হওয়া পর থেকেই ধাপে ধাপে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

জানা গেছে, স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান দেওয়া নিয়ে বিতণ্ডা বাধে উপস্থিত নেতাকর্মীদের একাংশের সঙ্গে। একপর্যায়ে একটি পক্ষ লাঠিসোঠা নিয়ে তাদের মারধরে উদ্যত হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে যায়। পরে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বেরিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়