Cvoice24.com

অবৈধ বালু উত্তোলনের বলি দুই ভাই

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ৪ মার্চ ২০২৪
অবৈধ বালু উত্তোলনের বলি দুই ভাই

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, কামরুল হাসান মিশকাত (১২) ও ওমর ফারুক মিসবাহ (১০)। তারা নতুনহাট এলাকার আবদুল মুনাফের ছেলে।

জানা গেছে, সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের নতুনহাট এলাকায় সাঙ্গু নদীর পাড়ে খেলাধুলা করে গোসল করতে নামে নিহত দুই ভাইসহ ৪-৫ জন শিশু-কিশোর। এ সময় তাদের মধ্যে মিশকাত ও মিসবাহ তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্যান্যরা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতে সৃষ্ট চোরাগর্তে পড়ে যায় ছোটভাই মিসবাহ। তাঁকে বাঁচাতে গিয়ে বড়ভাই মিশকাতও সেখানে আটকা পড়ে।

এ বিষয়ে কথা বলতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকারকে মোবাইলফোনে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি ঘটনাস্থলে না যাওয়ায় বিস্তারিত জানাতে পারেননি। 

সর্বশেষ

পাঠকপ্রিয়