Cvoice24.com

গরমে হাঁসফাঁস, কালবৈশাখী ঝড়ের আভাস

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১, ১৬ এপ্রিল ২০২৪
গরমে হাঁসফাঁস, কালবৈশাখী ঝড়ের আভাস

গেলো এক সপ্তাহ ধরে টানা তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। চলতি মাসে চট্টগ্রামে এ পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। যদিও গত দুদিন ধরে তাপমাত্রা আগের চেয়ে কিছুটা কম; কিন্তু তাও ৩৬ ডিগ্রি থেকে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করছে। তবে গেল দুদিন তাপমাত্রা খানিক কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তীব্র গরম অনুভূত হচ্ছে। 

এর মধ্যে বৈশাখের তৃতীয় দিন ঝড়ো হাওয়াসহ এক পশলা বৃষ্টিতে নগরজীবনে খানিকটা স্বস্তি আনার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসাথে চট্টগ্রামের ওপর দিয়ে প্রবল বৃষ্টি, বজ্রপাতসহ অতি শক্তিশালী কালবৈশাখী ঝড়ও বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। 

আবহাওয়া অফিস বলছে, ‘মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতের মধ্যে আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থেকে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসাথে আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসাথে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’ 

এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় সিভয়েসকে বলেন, ‘রাতের মধ্যে কালবৈশাখী ঝড়সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতে বৃষ্টি না হয় তাহলে আগামীকাল (বুধবার) বা পরশু বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত কয়েকদিনের তুলনায় আজ (১৬ এপ্রিল) তাপমাত্রা কম। আজকের তাপমাত্রা ৩৫ ডিগ্রি কিন্তু তাও গরম বেশি অনুভূত হচ্ছে। তার কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। এর মধ্যে বৃষ্টি হলে গরম কিছুটা কমবে।’

এদিকে, গত ১০ এপ্রিল থেকে চট্টগ্রামের ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

সর্বশেষ

পাঠকপ্রিয়