বাসে চড়ে পাচার হচ্ছিল ‘চশমাপরা হনুমান’

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪০, ৩০ এপ্রিল ২০২৪
বাসে চড়ে পাচার হচ্ছিল ‘চশমাপরা হনুমান’

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসযোগে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী ‘চশমাপরা হনুমান’ পাচারের অপরাধে রাসেল চৌধুরী প্রকাশ সজল (৪৫) নামে এক সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি চশমাপরা হনুমান জব্দের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক রাসেল চৌধুরী ঢাকা মহাদেবপুর থানার মৃত মোজাফফর চৌধুরীর ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ সিভয়েস২৪-কে বলেন, ‘সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর এলাকায় কক্সবাজার থেকে নওগাঁগামী (ঢাকা মেট্রো-ব ১৫-৭০৪২) বাসটি তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সুপারভাইজার রাসেল চৌধুরী প্রকাশ সজলের হেফাজত থেকে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী চশমাপরা হনুমানের দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে।

-সিভয়েস/আরআর

সর্বশেষ

পাঠকপ্রিয়