ভোর রাতে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
সিভয়েস ডেস্ক
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুঁইয়া।
তিনি জানান, তিশা পরিবহনের কয়েকটি বাস মহাসড়কের আইরিশ হিল রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো ছিল। রাত ৩টার দিকে খবর পাই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের ঘটনায় তিনটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছি। হরতালকে সামনে রেখে এমন অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে।