চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু: আমীর খসরু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৭, ১২ অক্টোবর ২০২২
চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু: আমীর খসরু

পলোগ্রাউন্ড মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম থেকে শেখ হাসিনার পতন শুরু হয়েছে। চট্টগ্রামবাসী ডাক দিয়েছে, তাহলে আর দেরি কিসের। শেখ হাসিনা আপনি ক্ষমতা ছাড়ুন, পদত্যাগ করুন।

বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ডাকা বিভাগীয় মহাসমাবেশে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের জনগণ আজ দেখিয়ে দিয়েছে। মাঠ-ঘাট কানায় কানায় ভরে গেছে। এ জনসভা থেকে যে বার্তা পুরো বিশ্ববাসী পাবে, সেটা একটাই—শেখ হাসিনা তুমি পদত্যাগ করো। তোমার ক্ষমতার ছাড়ার সময় হয়ে এসেছে। চট্টগ্রামের মাঠ থেকে যে আন্দোলন শুরু হয়েছে, এটা সহজে থামবে না। আমাদের নেতাকর্মীরা খাঁটি সোনায় তৈরি হয়েছে। দরকার হলে জীবন দিয়ে শেখ হাসিনার পতন ঘটাবো।’

নেতাকর্মীদের সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে অভিযোগ করে আমীর খসরু বলেন, পুলিশের কিছু অংশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালিয়েছে। ঢাকা থেকে আসতে নেতাকর্মীদের বাধা দিয়েছে। অনেক নেতাকর্মীকে হোটেল-রাস্তা থেকে গ্রেপ্তার করেছে। এরপরও সমাবেশ থেমে নেই, নেতাকর্মীরা সকল বাধা অতিক্রম করে সমাবেশের মাঠে যোগ দিয়েছে। চট্টগ্রাম থেকে শেখ হাসিনাকে বার্তা দিয়েছে, শেখ হাসিনা এখনই পদত্যাগ করো।

আমীর খসরু বলেন, আজকের সমাবেশ থেকে বার্তা গেছে, আর কেউ ভোট চুরি করতে পারবে না..! যারা ভোট চুরি করার জন্য ঘুরপাক করছেন, মনে রাখবেন-- এ ভোট চোরের সঙ্গে জনগণ নেই। মৃত-জীবিত হোক দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো, ভোট ফিরিয়ে আনবো।

সিভয়েস/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়