Cvoice24.com

দেশের আজকের পরিস্থিতির জন্য বিচারপতি খায়রুল হক দায়ী: ডা. শাহাদাত

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২৪
দেশের আজকের পরিস্থিতির জন্য বিচারপতি খায়রুল হক দায়ী: ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠণ করেছিলেন। তাই সরকার সেটাকে ধ্বংস করতে চায়। দেশের আজকের পরিস্থিতির জন্য বিচারপতি খায়রুল হক দায়ী।’

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের উদ্যোগে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি কর আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত নাজিম, রাজ্জাক, কাশেম পরিষদের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান। 

চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি আলহাজ্ব মো. মুছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এতেসামুল আলম চৌধুরী পাপ্পুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. ওমর ফারুক। বক্তব্য রাখেন কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী ইরান, সাবেক সহ সভাপতি শেখ এম শাজাহান ঠাকুর, যুগ্ম সম্পাদক চৌধুরী খালেদ বিন সরওয়ার জনি, সাবেক যুগ্ম সম্পাদক মো. আলমগীর, এড. ইমাম উদ্দিন, মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কর আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ সন্জয় আচায্য, সাংস্কৃতিক সম্পাদক রিংকু দত্ত, লাইব্রেরি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক কুতুব উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মো. ইয়াসিন, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম রনি, মো. ইউসুফ, ছায়েদুল হক মজুমদার, যুবনেতা আসাদুর রহমান টিপু, ছাত্রনেতা সালাউদ্দিন কাদের আসাদ প্রমূখ। 

সর্বশেষ

পাঠকপ্রিয়