Cvoice24.com

সদ্যজাত শিশুও লাখ টাকার ঋণগ্রস্ত : যুবদল সভাপতি টুকু

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ৮ জুন ২০২৪
সদ্যজাত শিশুও লাখ টাকার ঋণগ্রস্ত : যুবদল সভাপতি টুকু

সদ্য জন্ম নেওয়া শিশুও লাখের বেশি টাকার ঋণগ্রস্ত বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (৮ জুন) বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে মহানগর যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘আন্দোলন সংগ্রামে কারাবরণকারী ও হামলা-মামলার শিকার’ প্রায় আড়াই শতাধিক যুবদল নেতাকর্মীকে সংবর্ধনায় এ আয়োজন করে মহানগর যুবদল।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘দুর্নীতির কারণে বাংলাদেশ আজ ঋণগ্রস্ত। বাংলাদেশে প্রায় প্রত্যেকটি পরিবার সরকারকর্তৃক নির্যাতনের শিকার। আজ দেশের যে শিশু জন্মগ্রহণ করেছে সেই ১ লাখ ১৮ হাজার টাকা ঋণে আবদ্ধ। সরকার শুধু ক্ষমতায় ঠিকে থাকার জন্য বিভিন্ন অপরাধী ব্যক্তিকে আজ সাংসদ বানিয়েছেন। তারা শুধু ব্যক্তি নয় আজ রাষ্ট্র পর্যন্ত দুর্নীতি করেছে। সরকার ঠিকে থাকার জন্য দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে বিচারক সঠিক বিচার করছে; সরকার তাকে নির্বাসনে পাঠাচ্ছে। শিশু, নারী ও সাংবাদিকদের গ্রেপ্তার করা হয় এবং তাদের শাস্তি দেওয়া হয়। আর অন্যদিকে সাগর রুনির মতো নামকরা সাংবাদিক নিহত হয়েছেন; কিন্তু তাদের মামলায় চার্জশিট পর্যন্ত দেওয়া হয় না। একশত বারেরও বেশি সময় দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যত রক্ষা করার জন্য এই অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে হবে।

চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন।

তিনি বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত পরিবার হচ্ছে জিয়া পরিবার। তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ন্যূনতম চিকিৎসা সেবা প্রদান থেকে বঞ্চিত করা হচ্ছে। স্বাধীনতার এত বছর পরও এই দেশের মানুষ মৌলিক অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করতে হচ্ছে। যে বাংলাদেশে মানুষ বিচার পায় না, ভোট দিতে পারে না; সেইটা আমাদের কাঙ্খিত দেশ হতে পারে না।’

সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘সকল নির্যাতন-নিপীড়ন করার পরও আজ পর্যন্ত একজন বিএনপি নেতা-কর্মী দল ত্যাগ করেনি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে না। বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা।’

সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ বলেন, ‘সরকার উন্নয়নের নামে লুটপাট করছে। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেনজির ও আজিজের মতো বিভিন্ন অপরাধী সৃষ্টি করেছে।’

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আবদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাংস্কৃতিক সম্পাদক মঈনুদ্দিন রুবেল, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি জেলা অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, কেন্দ্রীয় যুবদলের সদস্য কামরুজ্জামান নান্নু, সাইফুর রহমান চৌধুরী শপথ, আমিনুল ইসলাম তৌহিদ, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন। 

সর্বশেষ

পাঠকপ্রিয়