যে রেকর্ড মেসি ছাড়া আর কারো নেই
ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মেসি আরো একটি রেকর্ড করেছেন, যা বিশ্বকাপে ইতিহাসে আর কারো নেই। তা হলো বিশ্বকাপের কোনো আসরে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড।
কাতার বিশ্বকাপে পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টে মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ সেরা হয়েছেন তিনি।
এদিকে ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ‘আমি এখনই জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। আমি আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে খেলে যেতে চাই।’
অর্থাৎ আগামী দিনে ভক্তদের আরো ম্যাজিক দেখাবেন লিওনেল মেসি।