বান্দরবানে ডায়রিয়ায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক
বান্দরবানের থানছি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম দশটি পাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। দিন দিন ডায়রিয়ার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ইতোমধ্যে গত সাতদিনে (৯ জুন থেকে ১৪ জুন পর্যন্ত) ডায়রিয়ায় শিশুসহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে।