Cvoice24.com

বান্দরবানে পাহাড় ধসে আহত ৬

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ৬ আগস্ট ২০২৩
বান্দরবানে পাহাড় ধসে আহত ৬

টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের আলাদা তিনটি ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৬ আগস্ট) দুপুরে বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কালাঘাটা বীর বাহাদুর নগর ও ৬ নম্বর ওয়ার্ড স্টেডিয়াম এলাকা ও নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের করিমার ঝিরি এলাকায় পাহাড় ধসের এসব ঘটনা ঘটে।
 
এতে আহতরা হলেন— বান্দরবান পৌর সদরের  রুমি আক্তার (২৮) ও মো. রিদুয়ান (১৯)। নাইক্ষ্যংছড়ির রোকসানা (২৪), তার মেয়ে আনিকা ( ৮), জেসমিন (৬) শাহাজালাল (দেড় বছর)। রোকসানা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, এই পর্যন্ত জেলায় পাহাড় ধসে নাইক্ষ্যংছড়িতে ৪ জন ও বান্দরবান সদর উপজেলায় ২ জন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। ইতোমধ্যে জেলায় ১৯২ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে আজ সকাল পর্যন্ত ৯টি পরিবারের ৩৫ আশ্রয় নিয়েছেন। এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে।

সর্বশেষ

পাঠকপ্রিয়