মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৪৬ বিজিপি সদস্য

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ১৭ এপ্রিল ২০২৪
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৪৬ বিজিপি সদস্য

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসেছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির আরও ৪৬ জন সদস্য। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে তাঁরা বাংলাদেশে ঢুকেছেন বলে সীমান্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আষাঢ়তলী-জামছড়ি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্ত দিয়ে মিয়ানমারের এসব সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে আসেন বাংলাদেশে। এ নিয়ে গত তিন দিনে মিয়ানমার বিজিপির ৮০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, পার্শ্ববর্তী দেশটিতে নতুন করে সংঘর্ষ চলছে। এতে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন জান্তা বাহিনীর সদস্যরা। মঙ্গলবারও প্রবেশ করেছে ৪৬ জন। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ শেষে আশ্রয় দিয়েছে। বর্তমানে ২৬০ জন বিজিপি সদস্য বাংলাদেশের আশ্রয়ে আছেন।


 

সর্বশেষ

পাঠকপ্রিয়