Cvoice24.com

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন, ৫ বসতঘর পুড়ে ছাই

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫২, ৩০ জুলাই ২০২৩
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন, ৫ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের হাটহাজারীতে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৩০ জুলাই) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার ১২ নম্বর চিকনদন্ডীর সধন সিপাহী বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন— ওমর ফারুক, ওসমান, মুবিন, নুরুল আফছার এবং আজম।

হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র লিডার মো. ফজল মিয়া বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে পাঁচটি বসতঘর ও রক্ষিত আসবাবপত্র, ফ্রিজ, নগদ টাকা এবং স্বর্ণালংকার আগুনে পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনও হতাহত নেই।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান স্টেশন সিনিয়র লিডার মো. ফজল মিয়া।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: