Cvoice24.com

ব্যবসায় সময় দেওয়া নিয়ে মনোমালিন্য, ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুন

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ১ সেপ্টেম্বর ২০২৩
ব্যবসায় সময় দেওয়া নিয়ে মনোমালিন্য, ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুন

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যবসায়ী মোহাম্মদ বাদশা খুনের ঘটনায় তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ব্যবসায় সময় দেওয়াসহ নানা মনোমালিন্যের কারণে ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুন করার স্বীকারোক্তি দেয় ২০ বছরের ছেলে এনামুল হক। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরে ব্যবসায়ী বাদশার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন এনামুল। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা গেছে, মোহাম্মদ বাদশা গ্রামে ডেকোরেটরের ব্যবসা করতেন। এনামুল তার বাবার সঙ্গে ব্যবসায় সময় দিতেন। নানা বিষয়ে এনামুলকে বকাঝকা করতেন তার বাবা। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন এনামুল।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার বলেন, শুক্রবার ভোরে ভুক্তভোগীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে ভুক্তভোগীর ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি বাবাকে হত্যা কথা স্বীকার করেন। ব্যবসায় সময় দিতে গিয়ে নানা কারণে মনোমালিন্য থেকে বৃহস্পতিবার রাতে বাবাকে কুপিয়ে হত্যা করেন এনামুল। সেসময় পরিবারের অন্যান্য সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: