গ্যাসের চুলায় চা বসিয়ে বাইরে গৃহকত্রী, সাত বসতঘর পুড়ে ছাই

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৮, ২ মে ২০২৪
গ্যাসের চুলায় চা বসিয়ে বাইরে গৃহকত্রী, সাত বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের ফটিকছড়িতে গ্যাসের চুলা থেকে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তার আগেই সাত পরিবারের বসত ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।

বুধবার (১ মে) উপজেলার রোসাংগিরি ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ বিল্লা মুন্সীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্তরা হলেন— মো. আলী আকবর, মো. জমির, মোহরম আলী, মোহাম্মদ আরিফ, জরিনা বেগম, নাছিমা আক্তার এবং মঞ্জুরা খাতুন।

স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দীন জানান- আমার চাচাতো ভাইদের ঘরে এ আগুন লাগার ঘটনা ঘটেছে। মো. আরিফের ঘরে গ্যাসের চুলায় চা দিয়ে বাইরে চলে যায়। পরে চুলার আগুন থেকেই হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। সাত পরিবারের ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে আমাদের টিম। গ্যাসের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানতে পারি। ৭ পরিবারের বসতঘর পুড়েছে। এ ঘটনায় আনুমানিক ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

সর্বশেষ

পাঠকপ্রিয়