পটিয়ায় ১৯ প্রার্থীর মনোনয়ন জমা

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ২ মে ২০২৪
পটিয়ায় ১৯ প্রার্থীর মনোনয়ন জমা

চট্টগ্রামের পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।’

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই-বাছাই ৫ মে, ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম ও উপজেলা কৃষক লীগের আহবায়ক সৈয়দ নুরুল আবসার।

ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা আবু সালেহ মুহাম্মদ শাহরিয়ার শাহরু, আওয়ামী লীগ নেতা আশীষ তালুকদার, ডা. এমদাদুল হাসান, আওয়ামী লীগ নেতা ঝুলন দত্ত, মোজাম্মেল হোসেন রাজধন, জেলা যুবলীগ নেতা সাইফুল হাসান টিটু, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বেলাল মনোনয়ন জমা দিয়েছেন। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, কানিজ ফাতেমা শাওন, নুর আয়েশা বেগম ও সুমি দে। 

এবারের উপজেলা নির্বাচনে ১২৮ টি কেন্দ্রে পটিয়ার ৩ লাখ ৩৪ হাজার ৫৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৩৮ জন, নারী ১ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়