Cvoice24.com

চবিতে শাটল থেকে পড়ে আহত ১৫ শিক্ষার্থী

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২৩
চবিতে শাটল থেকে পড়ে আহত ১৫ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেনের ছাদে থাকা শিক্ষার্থীরা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত মাড়ে ৮টার দিকে ফতেয়াবাদ স্টেশনে ক্যাম্পাসগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায়শই শাটলে জায়গা না থাকার কারণে শিক্ষার্থীরা ছাদে যাতায়াত করেন। তবে সম্প্রতি চৌধুরী হাঁট রোডের একটি গাছের ডাল নিচু হয়ে যায়। এ কারণে আজকে বিকেলেও একজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে রাতে অন্ধকার থাকার কারণে অনেক শিক্ষার্থী গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন। অনেকে ছাদ থেকে পড়েও যান। আহতদের ফতেয়াবাদ মেডিকেল ক্লিনিকে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জুনায়েদ খান বলেন, আমি ছাদ থেকে ৩ জনকে আহত অবস্থায় নামিয়েছি। এরমধ্যে দুইজনের মাথা ফাটা ছিলো, রক্ত বের হচ্ছিলো। আরেকজন পায়ে প্রচণ্ড আঘাত পায়। পা নাড়াতে পারছিলো না। ট্রেনের অন্য পাশ দিয়ে আরও ৩ জনকে নামানো হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়