Cvoice24.com

দেড় ঘণ্টা ধরে চবির হলে জ্বলছিল আগুন 

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
দেড় ঘণ্টা ধরে চবির হলে জ্বলছিল আগুন 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) সোহরাওয়ার্দী হলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আবাসিক শিক্ষার্থীদের বইপত্র, বিছানা, পোশাক পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ১৪৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আবাসিক শিক্ষার্থী রাব্বিউল হাসান শান্ত বলেন, ‘কক্ষ ত্যাগের পূর্বে চেয়ারের ওপর একটি মাল্টিপ্লাগ রেখে গেছিলাম সেখান থেকে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আমি কক্ষে না থাকায় প্রায় দেড় ঘণ্টা যাবত এই আগুন জ্বলতে থাকে। পরবর্তীতে আশেপাশের রুমের ছাত্ররা বিষয়টি জানতে পারলে ফায়ার সার্ভিসের এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

সোহরাওয়ার্দী হলের প্রাধ্যাক্ষ ড. শিপক কৃষ্ণ বলেন, ‘কক্ষে অবস্থানরত শিক্ষার্থীর অসচেতনতায় মাল্টিপ্লাগ থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো কক্ষে ছড়িয়ে যায়। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।

হাটহাজারী থানা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, আমরা খবর পাওয়ার পর একটি ইউনিট সেখানে গিয়েছিলাম। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে  এই আগুনের সূত্রপাত।

সর্বশেষ

পাঠকপ্রিয়