৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য লাইটার জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪, ২৩ নভেম্বর ২০২১
৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য লাইটার জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

ফাইল ছবি

চরপাড়া ঘাটের টেন্ডার বাতিল, লাইটারেজ শ্রমিকদের জন্য পোতাশ্রয় নির্মাণ এবং নেতৃবৃন্দের উপর হামলার বিচার ও হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে আগামীকাল (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে বন্দরনগর চট্টগ্রামের সকল প্রকার লাইটার জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ৩টায় বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অনির্দিষ্টিকালের জন্য লাইটার জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ লাইটারেজ ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবী আলম সিভয়েসকে বলেন, আমাদের তিনটি দাবি রয়েছে। চরপাড়া ঘাটের ইজারা বাতিল, লাইটার জাহাজের শ্রমিকদের জন্য পোতাশ্রয় নির্মাণ ও নেতৃবৃন্দের সাথে যারা অসদাচরণ করেছেন তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আমাদের দাবি না মানলে আগামীকাল (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দর এবং আউটের সকল প্রকার লাইটার জাহাজ চলাচল এবং লোড-আনলোড বন্ধ থাকবে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়