বিকিনি পরে সমুদ্র স্নানে ‘মৎস্যকন্যা’ মনামী! ‘মিনি উর্ফি তকমা’
বিনোদন ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। বয়স চল্লিশ ছুঁই ছুঁই। অথচ তাকে দেখে তা বোঝার উপায় নেই। কারণ, এতোটাই মেইনটেন করে চলেন তিনি যে তার সৌন্দর্য্য ক্রমাগত বেড়েই চলেছে। সম্প্রতি ৩৮ বছরে পা দিয়েছেন তিনি। ছুটি কাটাতে গিয়ে জন্মদিনও উদযাপন করেছেন থাইল্যান্ডে। এবার সোশ্যাল মিডিয়ায় বিকিনিপরা বেশ কিছু বোল্ড ছবি পোস্ট করে ঝড় তুললেন নেটিজানদের হৃদয়ে।
রবিবার সমুদ্রের পাড়ে ক্লিক করা একাধিক ছবি পোস্ট করেছেন মনামী। উর্ধাঙ্গে মাল্টি কালারের বিকিনি ড্রেসে মনামীকে দেখে বোঝা যাচ্ছে, দোলের মুডে রয়েছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘মৎস্যকন্যারা কি দোল খেলে?’ সমুদ্রের জলে প্রায় উন্মুক্ত বক্ষে সিক্ত মনামীকে দেখে ঘুম ছুটেছে নেটপাড়ার। তাঁর ফিটনেস দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।
তবে কেউ কেউ যেমন প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ আবার কটাক্ষে ভরিয়ে তুলেছেন অভিনেত্রীকে। কেউ তাঁর বডি শেমিং করেছেন কেউ আবার তাঁকে মিনি উর্ফি তকমা দিয়েছেন।
এর আগেও থাইল্যান্ডে সমুদ্রে নেমে কেক কেটে জন্মদিন উদযাপন ও সমুদ্রের বুকে বোটে চেপে সমুদ্র ভ্রমণের মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।