Cvoice24.com

ঘুষ নিয়ে দুদকের হাতে ধরা পড়ল চমেকের ২ কর্মচারী

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ১৪ নভেম্বর ২০২৩
ঘুষ নিয়ে দুদকের হাতে ধরা পড়ল চমেকের ২ কর্মচারী

ছদ্মবেশে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ঘুষের টাকাসহ দুই কর্মচারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে চমেকের জরুরি বিভাগ, মেডিসিন ওয়ার্ড ও গাইনি ওয়ার্ডে এ অভিযান চালায় দুদক। 

দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এর সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

আটকরা হলেন— টিপু সোলতান (৩৭) ও মো. মোরশেদ আলম (৩০)।  দুজনই চমেকের আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মচারী। আটকের পর তাদের হাসপাতালের পরিচালকের কাছে পাঠানো হলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুজনকে চাকরি হতে বরখাস্ত করেন চমেক কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান সিভয়েসকে বলেন, ‘রোগীরা রিলিজের আগে হুইলচেয়ার ও ট্রলির দায়িত্বে নিয়োজিত আউটসোর্সিংয়ে কর্মরত এ দুই কর্মচারী ঘুষ নিতো। ঘুষ নেওয়ার সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে দুদক এনফোর্সমেন্ট টিম। তাৎক্ষণিকভাবে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাছাড়া আমরা দুদককে জানিয়েছি এমন অভিযান যাতে অব্যাহত থাকে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

আরো পড়ুন