পদ্মা সেতু দেখতে গিয়ে বাসের ধাক্কায় মারা গেল বৃদ্ধ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭, ২ জুলাই ২০২২
পদ্মা সেতু দেখতে গিয়ে বাসের ধাক্কায় মারা গেল বৃদ্ধ

দুর্ঘটনায় ‍উল্টে যাওয়া মাইক্রোবাসের চিত্র। ছবি: সংগৃহীত

পদ্মা সেতু দেখতে এসে সেতুর জাজিরা টোল প্লাজায় বাসের ধাক্কায় আব্দুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার (২ জুলাই) দুপুর তিনটার দিকে সেতুর জাজিরা টোল প্লাজার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হকের বাড়ি কিশোরগঞ্জ বলে জানা গেছে। আহত ১৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের প্রায় ৮০ জন বাসিন্দা সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। সকালে সেতু পার হয়ে তাঁরা ফরিদপুরের ভাঙ্গায় যান। পরে ভাঙ্গা থেকে ফেরার পথে পদ্মা সেতুর জাজিরা অংশের সংযোগ সড়কে পৌঁছালে কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস উল্টে দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই আবদুল হক মারা যান।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি জানান, ‌আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়