Cvoice24.com

‘যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোন দলকে সমর্থন করে না’

প্রকাশিত: ১০:৩১, ৩ অক্টোবর ২০২৩
‘যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোন দলকে সমর্থন করে না’

মার্কিন পররাষ্ট্র বিষয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, কোন দলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নির্বাচনকে প্রভাবিত করতে চায় না। যুক্তরাষ্ট্র শুধু চায় বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। 

সোমবার (২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চাওয়া একই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’

গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে পিটার হাসের বক্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তর সমর্থন করে কিনা এমন প্রশ্ন রাখা হয় ম্যাথিউ মিলারের কাছে। কিন্তু তার কোনো উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান ম্যাথিউ মিলার।

মিলার বলেন, ‘বাংলাদেশ সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং গণমাধ্যম সবাই একটি নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে, যুক্তরাষ্ট্রও সেটা চায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে, সেজন্য ভিসানীতি ঘোষণা করা হয়েছে।’ 

সর্বশেষ

পাঠকপ্রিয়