Cvoice24.com

রাঙামাটিতে আরও ৪৩৯ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ২০ মার্চ ২০২৩
রাঙামাটিতে আরও ৪৩৯ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর

৪র্থ পর্যায়ে রাঙামাটিতে ভূমি ও গৃহহীন ৪৩৯টি পরিবার পাচ্ছে ঘর। বুধবার (২২ মার্চ) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন। 

সোমবার (২০ মার্চ) সকালে জেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সম্মেলনে জেলা প্রশাসক আরো জানান,  সদর উপজেলায় ৮৪টি, বাঘাইছড়ি উপজেলিয় ৮০টি, লংগদু উপজেলায় ৮৩টি, নানিয়ারচর উপজেলায় ২৭টি, বরকল উপজেলায় ৪০টি, রাজস্থলী উপজেলায় ১৪টি, জুরাছড়ি উপজেলায় ৭০ ও কাউখালী উপজেলায় ৪১টি ঘর হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, ইতোমধ্যে জেলায় নির্মিত আশ্রায়ন প্রকল্প কৃষিজ পণ্যের উৎপাদন হয়েছে ১২ হাজার ৬শ ৬৬ কেজি, যার বাজার মূল্য পাঁচ লাখ ৩৫ হাজার ৮শ ৫০ টাকা। 

অন্যদিকে গবাদিপশুর সংখ্যা আনুমানিক ১ হাজার ৫শ ৭৬টি। যার বাজার মূল্য ২ কোটি ৫৬ লাখ ৩শ টাকা। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ আশ্রায়ণ প্রকল্প শুধু গৃহহীন পরিবারকে গৃহ বা ঠিকানা দেয়নি তাদের জীবন মান উন্নয়নে এসডিজি বাস্তবায়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। 

৪র্থ পর্যায়ে একটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫শ টাকা।

প্রেস ব্রিফিংয়ে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়