Cvoice24.com

টি-২০/ চট্টগ্রামে মাঠে নামবেন তামিম

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৩
টি-২০/ চট্টগ্রামে মাঠে নামবেন তামিম

১৭ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম টি২০ ম্যাচে মাঠে নামবেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ বৃহস্পতিবারেই চট্টগ্রামে হবে ৫০ ওভারের একটি ম্যাচ। এশিয়ান গেমসের দলের সঙ্গে খেলবে বাংলাদেশ টাইগার্স।

জাতীয় দলের বিকল্প ক্রিকেটারদের অনেকেই অনুশীলন করছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ টাইগার্সের হয়ে অনুশীলন করছেন লিগের ক্রিকেটাররা। এখান থেকে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে গড়া হবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল।

সে কারণে বিসিবি ইমার্জিং দলের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামে হবে ৫০ ওভারের একটি ম্যাচ। এশিয়ান গেমসের দলের সঙ্গে খেলবে বাংলাদেশ টাইগার্স।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলামরা খেলবে ৫০ ওভারের ম্যাচটি। অর্থাৎ পুলের বাকি ক্রিকেটারদেরও গা গরমের ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে। মাহমুদউল্লাহরা ১৪ সেপ্টেম্বর ম্যাচ খেললেও ওপেনার তামিম ইকবাল খেলবেন টি২০ ম্যাচ। 

তামিম কোমরের চোটে ভুগছিলেন। লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক মাসেরও বেশি সময় ধরে পুনর্বাসন করছেন বাঁহাতি এ ওপেনার। শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার পর স্কিল নিয়ে কাজ করছেন একান্তে। খেলার মতো ফিটনেস ফিরেও পেয়েছেন তিনি। তবে পরীক্ষাটা তিনি ২০ ওভারের ক্রিকেট দিয়ে করতে চান।

টি২০তে স্বাচ্ছন্দ্য বোধ করলে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে খেলার সিদ্ধান্ত নিতে পারবেন তামিম। এই সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চান তিনি। ভালো খেলে ফিরতে চান বিশ্বকাপ দলে। তাঁর মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে ফিরে পেতে উন্মুখ হয়ে আছে দল। তিনিও হয়তো সুস্থ থেকে রাঙাতে চান নিজের শেষ বিশ্বকাপ।

সর্বশেষ

পাঠকপ্রিয়