Cvoice24.com

আমাকে মনে রাইখেন, ভুইলেন না: তামিম

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩
আমাকে মনে রাইখেন, ভুইলেন না: তামিম

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর আজ (বুধবার) মুখ খুললেন তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসুবকে একটি ভিডিও বার্তা দিয়েছেন দেশ সেরা এই ওপেনার। ১২ মিনিটের সেই ভিডিওর শেষে তামিম অনুরোধ করেছেন তাকে মনে রাখতে। কেউ যেন তাকে ভুলে না যায় সেটাও মনে করিয়ে দিয়েছেন। 

বিশ্বকাপ দলে না থাকা ও বিসিবির সঙ্গে তামিমের পুরো যোগাযোগপ্রক্রিয়া শুরুতেই তুলে ধরেন টাইগারদের এই দেশসেরা ওপেনার। ভিডিও বার্তার শেষদিকে তামিম সকলের উদ্দেশে বিনয়ের সঙ্গে অনুরোধ করেন, ‘একটাই রিকুয়েষ্ট করবো সবাইকে- আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না।’

এর আগে ভিডিওর শুরুতে তামিম বলেন, ‘যে জিনিস ঘটেছে, সেটা আমি আপনাদের পুরো ধাপে ধাপে জানাতে চাই। কারণ আমার কাছে মনে হয়েছে এটা আমার ভক্ত বা ক্রিকেটপ্রেমিদের জানা দরকার। গত জুলাইয়ে আমি অবসর নিই, সেটার একটা কারণ ছিল। পরে প্রধানমন্ত্রীর চাওয়াতে ফিরে আসি। পরের দুই মাসে প্রচণ্ড কষ্ট করেছি। এরকম কোনো সেশন বা ব্যয়াম নাই উনারা চেয়েছে, আমি করিনি।’

‘খেলাটা যখন কাছাকাছি আসলো, আমি খুব বেশি খুশি ছিলাম না যা কিছু ঘটেছে শেষ চার-পাঁচ মাসে। যখন আমি খেলা শুরু করলাম ৩০-৩৫ ওভারের মতো ফিল্ডিং করলাম। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসলো, কিন্তু আমি সম্ভাব্য সেরাটা করেছি। ওই মুহূর্তে দরকার ছিল কিছু রান করা, ব্যাটিংটা কেমন হচ্ছে দেখা। ওই ম্যাচের পর আমি অনেক খুশি ছিলাম। শেষ চার পাঁচ ম্যাচে যা হয়েছে এগুলো মাথায় ছিল না। আমি বিশ্বকাপ খেলার দিকে তাকিয়ে ছিলাম’, যোগ করেন তামিম।

সর্বশেষ

পাঠকপ্রিয়