হালিশহরে ৩য় বিভাগ ফুটবল লিগ শুরু বুধবার
সিভয়েস২৪ প্রতিবেদক
মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও জেলা ফুটবল এসোসিয়েশনের (সিডিএফএ) আয়োজনে ৩য় বিভাগ ফুটবল লিগ।
বুধবার (২২ মে) চট্টগ্রাম নগরের হালিশহর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ লিগের উদ্বোধন করবেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান শাহ আজিজ ইন্টারন্যাশনাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুর রহমান। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে রাফা ক্রিকেট ক্লাব ও কল্লোল সংঘ গ্রীন।
মঙ্গলবার (২১ মে) বিকেল পাঁচটায় এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, এ লিগে নির্ধারিত ২৩টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলোকে লটারির মাধ্যমে ভাগ করা ছয়টি দল লিগভিত্তিক খেলবে। সেখান থেকে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল অর্থাৎ ছয় গ্রুপের চ্যাম্পিয়ন দল তিনটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে পরবর্তীতে রবিন লিগ পদ্ধতিতে খেলবে।
এতে আরও জানানো হয়, রবিন লিগ পর্বের উত্তীর্ণ উভয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে সুপার ফোর পর্ব অনুষ্ঠিত হবে। সুপার ফোর পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলার যোগ্যতা অর্জন করবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবারে সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলাম বলেন, প্রতিবারের মতো এবারও এ লিগে খেলার বয়স নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ আটারো বছর। যেটা খেলোয়াড়দের অষ্টম শ্রেণী অথবা এসএসসি সার্টিফিকেট দেখে সংস্থার ফিজিসিয়ানরা নির্ণয় করে থাকেন। এবং অংশগ্রহণকারী খেলোয়াড়কে অবশ্য চট্টগ্রাম জেলার বাসিন্দা হতে হবে।
তিনি আরো বলেন, আমার জানা মতে বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে ২৩ জন খেলোয়াড় বিভিন্ন ক্লাবের হয়ে মাঠ দাবড়াচ্ছেন। যারা এক সময় তৃতীয়, দ্বিতীয় বিভাগ খেলেই আজকে নিজেদের অবস্থান তৈরি করেছেন।
এসময় উপস্থিত ছিলেন সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহা. শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, আক্তারুজ্জামান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুর রহমান মিলন, মো: মুজিবর রহমান, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মো: জসিম উদ্দীন, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, লোকমান হাকিম মো: ইব্রাহিম, হারুন আল রশীদ,আলী হাসান রাজু, রায়হান উদ্দীন রুবেল, সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল আলম খান, মোহাম্মদ জাফর ইকবাল, এম.এ.মুসা বাবুল, আসাদুজ্জামান খান,জসিমুল হুদা, সামিউল হাসান রুমন,আজাদ রহামান, মোশারফ হোসেন লিটন, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, আইনুল কবির জিতু, মো. জহির উদ্দীন, সিডিএফএ দপ্তর সচিব আজিজুল হক বুলবুল।