ছবিতে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন
সিভয়েস প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৫, ৩০ জুলাই ২০২৩

রাবেয়া বসরী সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র।
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। রবিবার (৩০ জুলাই) ভোটগ্রহণ শুরুর পর থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে কম ভোটার উপস্থিতির চিত্র দেখা গেছে।
সকাল থেকেই বেশ কয়েকটি কেন্দ্রের ভেতর ফাঁকা ছিল। বুথের সামনে ভোটারদের সারি দেখা যায়নি। কিছুক্ষণ পরপর দু–একজন ভোটারকে আসতে দেখা যায়।